RoboAdda, একটি টেকনোলজি বেজড কমিউনিটি প্ল্যাটফর্ম। টেকনোলজি নিয়ে যারা কাজ করে তাদের একটি কমিউনিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার কাজ করছি আমরা। টেকনোলজির শিক্ষা সহজ ভাবে, মজা নিয়ে, সহজলভ্য ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়া আর সবার জন্য কাজের সুযোগ করে দেওয়া আমাদের লক্ষ্য।
আমরা আমাদের এই প্রচেষ্টাকে আরো তরান্বিত করতে আমাদের একদল দক্ষ ও ডেডিকেটেড মানুষের সাহায্য প্রয়োজন। একটি স্মার্ট ও ক্রিয়েটিভ টিমের সাথে কাজ করে নিজেকে আরো দক্ষ প্রমানে ও রোবোআড্ডার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সাথে যোগ দিন।
যেসব টিমে যুক্ত হতে পারবে
- সোশ্যাল মিডিয়া ও প্রমোশন
- হিউম্যান রিসোর্স
- গ্রাফিক্স ও ভিডিও এডিটিং
- ব্লগ ও কনটেন্ট রাইটিং
- কন্টেন্ট ডেভেলপমেন্ট /টেকনিক্যাল
- বিজনেস ডেভেলপমেন্ট ও পাবলিক রিলেশন
কারা আবেদন করতে পারবে?
- ইউনিভার্সিটি কিংবা কলেজের বর্তমান শিক্ষার্থী হতে হবে।
- কাজের ব্যাপারে ডেডিকেটেড থাকতে হবে।
- নিজের কাজে দক্ষতা থাকতে হবে।
- আগে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহ থাকলে এপ্লাই করতে উৎসাহিত করছি।
- নেতৃত্বদানের ক্ষমতা এবং ভালো কমিউনিকেশন স্কিল থাকলে অগ্রাধিকার পাবে।
- নিজ ক্যাম্পাসের ক্লাব এবং অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ততা থাকলে অগ্রাধিকার পাবে।
- মাইক্রোসফট অফিস এবং অন্যান্য কিছু বেসিক সফটওয়্যারে পারদর্শীতা থাকলে অগ্রাধিকার পাবে।
দায়িত্বসমূহঃ
- আমাদের টিমের সাথে কাজ করে সেই টিমের কাজে কন্ট্রিবিউট করা।
- বিশেষ প্রয়োজনে কোনো টিমকে লিড দেওয়া।
- দৈনিক কাজের বাধ্যবাধকতা নেই তবে সপ্তাহে গড়ে তিন ঘন্টা কাজ করা লাগতে পারে।
আপনি কি পাবেন?
- একটি সার্টিফিকেট যেটি পরবর্তী নিসন্দেহে আপনাকে এগিয়ে রাখবে।
- আপনার কাজের উপর রিকমেন্ডেশন লেটার।
- আমাদের ওয়েবসাইটের টিম সেকশনে ছবিসহ ফিচার।
- আমাদের সব কোর্স একসেস করতে বিশেষ সুবিধা।
- আমাদের সব ইভেন্টে অংশ নিতে বিশেষ সুবিধা।
- বিভিন্ন রিসোর্সফুল পার্সনদের সাথে নেটওয়ার্ক বিল্ডআপ এর সুযোগ।
- টেকনোলজি (রোবোটিক্স, প্রোগ্রামিং, থ্রিডি ডিজাইন, ওয়েব/অ্যাপ ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি) নিয়ে কাজ করতে আমাদের টিমের থেকে সাপোর্ট।
- আমাদের ফিজিক্যাল ইভেন্টে অংশ নেওয়া এবং বিভিন্ন রিসোর্সফুল পার্সনদের সাথে মিটআপের সুযোগ।
- একটি এক্সপার্ট আর ক্রিয়েটিভ টিমের সাথে কাজ করার সুযোগ।
- আপনার পারফরমেন্সের ভিত্তিতে কোর টিমে যুক্ত হবার সুযোগ।
আবেদন করতে যা লাগবে
- আপনার সিভি
- আপনার সাথে যোগাযোগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য।
- আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের তথ্য।
- কিছু এনালাইটিক্যাল প্রশ্নের উত্তর।
- আপনার সোশ্যাল মিডিয়ার লিংক।
আবেদনের শেষ সময়ঃ ১০ জানুয়ারী, ২০২২